আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
হাসপাতালে চিকিৎসাধীন দুই নাতনিকে দেখতে গিয়ে লাশ হলেন নানী নুর জাহান বেগম(৬৫)।
বুধবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রামের পদুয়া এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। নুর জাহান গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামের মরহুম মোহাম্মদ আলীর স্ত্রী। বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন।
নিহতের প্রতিবেশী মোঃ পলাশ জানান, নুর জাহান বেগম বুধবার দুপুরে ফেনী সদর হাসপাতালে অসুস্থ্য অবস্থায় দুই নাতনিকে দেখতে খাবার নিয়ে বাড়ি থেকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর জাহান বেগম গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন নুর জাহানকে উদ্ধার শেষে ফেনীর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুর জাহানের মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে।
ফেনী সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক জানান দুর্ঘটনায় গুরতর আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক চন্দন সাহা বলেন, ‘আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে’।