মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
গতকাল বিকেলে বন্ধুদের সঙ্গে সমুদ্রে নেমে নিখোঁজ হন তিনি। এরপর থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করে।
নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর, ডুবুরি এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়। এবং পুলিশও ফায়ার সার্ভিসে র যৌথ চেষ্টায় পরবর্তী কার্যক্রমের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
এই ঘটনা কুয়াকাটার পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সমুদ্রে গোসলের সময় পর্যটকদের আরও সতর্ক থাকা এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।