মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জুলাই আন্দোলনে শহীদ মজিবুল সরকার বিশালের রুহের মাগফিরাত কামনায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে তার কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৫ আগস্ট ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
শহীদ বিশালের কবর জিয়ারতের সময় তার আত্মার মাগফিরাত, শান্তি এবং পরিবার-পরিজনের জন্য ধৈর্য ও সান্ত্বনার পাশাপাশি দেশের স্থিতিশীলতা, শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। সবাই আবেগাপ্লুত হয়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমনা রিয়াজ,সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন,পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর মন্ডল,ধরঞ্জী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম,ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ সাজেদুর রহমান সরকার সাজু,পাঁচবিবি পৌর জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী,ইসলামী ছাত্রশিবির, ধরঞ্জী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ওলিউল্লাহ সরকার,এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, মুসল্লিগণ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
তারা সবাই শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় গভীরভাবে শোক প্রকাশ করেন এবং তার ত্যাগকে স্মরণ করে বলেন, শহীদ বিশাল দেশের গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছেন—জাতি তার এই আত্মত্যাগ কখনো ভুলবে না।