জাবি প্রতিনিধি, আমির ফয়সাল:
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা শুদ্ধরুপে চর্চা সংগঠন ‘শুদ্ধ-স্বর’-এর আয়োজনে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এক বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন দর্শন বিভাগের শিক্ষার্থী মোহিনী আক্তার তামিম, দ্বিতীয় স্থান অর্জন করেন মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম সিরাজী এবং তৃতীয় স্থান অধিকার করেন সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী অসীম বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক। শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মমিনুর রহমান লাজু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শুদ্ধ-স্বরের সভাপতি শারমিন সুলতানা, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান মিরাজ, সংগঠনের সদস্য নওশীনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা।
শুদ্ধ-স্বর সভাপতি শারমিন সুলতানা ও সাধারণ সম্পাদক সাকিব আল হাসান মিরাজ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং সংগঠনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান। তাঁরা বলেন, বাংলা ভাষার শুদ্ধ চর্চা, বক্তৃতা, উপস্থাপনা, আবৃত্তি ও সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমে শুদ্ধ-স্বর সামনে এগিয়ে যেতে চায়। সংগঠনের ভবিষ্যত কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করা হয়।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সচেষ্ট এই সংগঠনটি নিয়মিতভাবে নানা সৃজনশীল ও ভাষা-নির্ভর কার্যক্রম পরিচালনা করে আসছে।