আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
গণঅভ্যুত্থানে ১ম বার্ষিকী ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল (৫ আগস্ট) মঙ্গলবার দুপুরে উপজেলার শহীদ মুগ্ধ চত্ত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওঃ আছার উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওঃ আব্দুল বাছেত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান সহ আরো অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা আব্দুল বাছেত বলেন, “দেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো নির্বাচন ব্যবস্থার মৌলিক সংস্কার। আমরা মনে করি—নির্বাচনের আগে চাই কার্যকর রাজনৈতিক সংস্কার, যাতে করে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়, প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় থাকে এবং জনগণ সত্যিকারের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে একটি মাত্র ভোটগ্রহণ নয়, বরং চাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে পরিকল্পনার মধ্যে থাকবে জনগণের নিরাপত্তা, বিচার বিভাগের স্বাধীনতা, অবাধ রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ এবং একটি আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (PR) নির্বাচনী পদ্ধতির প্রবর্তন।”
“জামায়াতে ইসলামি জনগণের কল্যাণে, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও দেশের স্থিতিশীল অগ্রগতির জন্য কাজ করে যাবে”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।