বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এবি পার্টির র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুপ্রেরণা, আত্মপর্যালোচনা, প্রত্যয়দীপ্ত অঙ্গীকারে জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে শহরের সবুজ পাড়া কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘোষপাড়ায় গিয়ে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা এবি পার্টির আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।
এসময় আরও বক্তব্য দেন, দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফজর আলী, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিন সহ জেলার অনান্য নেতৃবৃন্দ। এসময় অন্তত দুই শতাধিক নেতা-কর্মী এতে অংশ নেয়।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরন করে জুলাই আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে দেশপ্রেমে বলিয়ান হওয়ার আহবান জানানো হয় নেতাকর্মীদের।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩