বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মহিপুরে থানা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিকাল ৪টার দিকে মহিপুর থানা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রযালি বের হয়, যা মহিপুর আলিপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
রযালিতে থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ,জিয়া সৈনিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর ছিল পুরো এলাকা।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন: থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, সহ-সভাপতি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, মহিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, ৭নং লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার, মহিপুর থানা যুবদলের সভাপতি মোঃ সিদ্দিক মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্যাদা, থানা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী এক সাহসী আন্দোলন, আমরা এই গণঅভ্যুত্থানের কারনে দেশের গনতন্ত্র স্বাধীনতা ফিরে পেয়েছি তাই জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে এই দিনটি প্রতি বছর আনন্দের সাথে পালন করবো।
বক্তব্যরা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী এক সাহসী আন্দোলন, যা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে। তারা এই দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার সময় এসেছে।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো কর্মসূচিতে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক অংশগ্রহণ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩