আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি;
রাঙ্গুনিয়ার মরিয়ম নগর চৌমুহনীতে দুই প্রতিবন্ধী ভাই ও তাদের বৃদ্ধ মা-বাবা দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন একটি জরাজীর্ণ ঘরে, যেখানে ছিল না নিরাপদ আশ্রয়, ছিল না প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। বর্ষা মৌসুমে চুইয়ে পড়া বৃষ্টির পানি, শীতকালে হিমেল হাওয়া, আর প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে জীবনযাপন এসবই ছিল তাদের নিত্যদিনের সঙ্গী।
তবে এই দুঃসহ জীবনচিত্রে এক নতুন আশার আলো ছড়িয়ে দিল আল মুসাইদাহ ফাউন্ডেশন ও মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই । ফাউন্ডেশনটির সার্বিক ব্যবস্থাপনায় ও জুয়েল ভাইয়ের অর্থায়নে সম্প্রতি ওই পরিবারটির জন্য নির্মিত হয়েছে একটি নতুন ঘর, যেখানে আছে নিরাপদ ছাদ, সুপরিসর কক্ষ ও মৌলিক সুযোগ-সুবিধা।
ঘর হস্তান্তরের সময় ওই পরিবারের সদস্যদের চোখে ছিল আনন্দাশ্রু। প্রতিবন্ধী দুই ভাই বললেন, “আমরা কখনো ভাবিনি আমাদের এমন একটা সুন্দর ঘর হবে। আল্লাহর কাছে দোয়া করি যারা আমাদের এই উপকার করেছেন, তিনি যেন তাদের উত্তম প্রতিদান দেন।”
আল মুসাইদাহ ফাউন্ডেশনের সভাপতি লায়ন মোহাম্মদ আবু হাসান বলেন “আমরা সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর পাশে থাকতে চাই সবসময়। এই ঘরটি শুধু একটি আশ্রয়স্থল নয়, এটি এক নতুন জীবনের শুরু।”
এটা আল মুসাইদাহ ফাউন্ডেশন এর ৬নং ঘর নির্মাণ প্রকল্প।