মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের সকল ব্যবসায়ীদের সঙ্গে নবগঠিত বাজার বনিক সমিতির কমিটির কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগষ্ট সোমবার সন্ধায় সমিতির কার্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা হয়।
সভায় কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিল্লুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন দিলীপ খান,জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদসহ আরো অনেকে।
এ সময় সহ সভাপতি আজিজুল হক শাহজাহান,সহ সাঃ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি,সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির,কোষাধ্যক্ষ সুজন সাহা বংশী,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আঃ মান্নান স্বপন,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সবুজ এবং সদস্য সোহেল খান,জোবের আলম শরীফ,মোতাহার হোসেন রুবেল,মোঃ আলমগীর,আশরাফ উদ্দিন,মোঃ মনু মিয়া,আফজল হোসেনসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,এ বাজারে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের ঠাই দেওয়া হবে না। আপনাদের ব্যাবসা করার মধ্যে কেউ কোনো প্রকার চাঁদা দাবি করে বা হুমকী ধামকী দেয় তা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩