মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ৯টি উপজেলায় গবাদি পশু ও হাঁস-মুরগিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিনেশন এবং বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে প্রাণী সম্পদ দপ্তর।
এরই ধারাবাহিকতায় সোমবার (৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোর চরে ভারী বৃষ্টি উপেক্ষা করে গবাদি পশুর জন্য দুই শতাধিক খামারীর বিনামূল্যে টিকা ও বিনামূল্যে কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রাণী সম্পদ দপ্তরের অফিসার ডাঃ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের অফিসার ডাঃ কামরুল ইসলাম।
কুড়িগ্রাম জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, জেলা জুড়ে ভ্যাকসিনেশন এবং বিনামূল্যে এ কর্মসূচি চলমান রয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে গবাদি পশু ও হাঁস-মুরগিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করার জন্য টিকা দেওয়া হচ্ছে এবং কৃমি সংক্রমণ থেকে মুক্তি পেতে কৃমিনাশক ঔষধ বিতরণ করা হচ্ছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩