বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
পানি বিপৎসীমার কাছাকাছি হওয়ায় খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট।
সোমবার (৪ আগস্ট) বিকাল ৩টা থেকে এই জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ।
এর আগে, রোববার (৩ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান নিশ্চিত করেছে।
মাহমুদ হাসান এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কাপ্তাই হ্রদের পানি ১০৭ এমএসএল যা বিপৎসীমার কাছাকাছি। যার কারণে সোমবার দুপুর তিনটা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি গেইট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হবে। এতে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩