শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমানের অফিস কক্ষে দেখা গেছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছবি সংবলিত একটি ক্যালেন্ডার।
রবিবার (৩ আগস্ট) সরেজমিনে তার অফিস কক্ষে গিয়ে দেখা যায়, দেয়ালে ‘ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়’ শিরোনামের ২০২১ সালের একটি ক্যালেন্ডার টাঙানো রয়েছে। ক্যালেন্ডারটিতে পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছবি রয়েছে।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের এক বছর পার হয়ে গেলেও এমন একটি ক্যালেন্ডার কেন এখনো একজন প্রশাসনিক কর্মকর্তার দেয়ালে ঝুলছে—এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব দিতে পারেননি মো. হাফিজুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টা আমি খেয়াল করিনি। ক্যালেন্ডার তো আমি নিজে টানাইনি, কে টানিয়েছে তাও জানি না। আমরা ব্যস্ততার মধ্যে থাকি, সবকিছু খেয়াল রাখার সময় হয়ে ওঠে না। আমি শেখ হাসিনার সৈনিক না, বঙ্গবন্ধুর সৈনিকও না—কোনো দিনও ছিলাম না। আমি ১৮ বছর ধরে চাকরি করছি, কোনোদিন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চাকরি করিনি।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩