সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মানের দাবিতে আজও ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করছে, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে বিসিক বাস স্ট্যান্ডে শাহজাদপুরের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারন।
বিশেষ করে সংহতি প্রকাশ করতে আসে জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ও এনসিপি। উক্ত অবরোধ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ২ ঘন্টা পর্যন্ত চলে। প্রায় দুই ঘন্টার অবরোধে ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক ব্যাবহারকারিরা।
রবিবার সকাল দশটা থেকে ঢাকা-পাবনা মহাসড়কের জেলার শাহজাদপুর উপজেলার বিসিক বাসষ্ট্যান্ড থেকে দিলরুবা বাসষ্ট্যান্ড পর্যন্ত অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে বিক্ষুদ্ধ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা বক্তব্যে বলেন, দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ভাড়া ভবনে কোন রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। নেই কোন আবাসিক হল, খেলার মাঠ।
শিক্ষা মন্ত্রনালয় থেকে ৫১৯ কোটি টাকা প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না। অতিদ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মানের কাজ শুরু করতে হবে। অন্যথায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, একনেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মান প্রকল্পের ডিপিপি অনুমোদন ও কাজ শুরুর দাবিতে ২৭শে জুলাই থেকে লাগাতার কর্মসূীচ পালন করছে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩