সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:
“ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালনের জন্য কুড়িগ্রাম জেলা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় হল রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা, সদর ইউএনও সাঈদা পারভীন, জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন, এবি পার্টির আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতের পরিবার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস সমুহ যথাযথভাবে পালনের প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩