শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জুলাইয়ের নামে অপকর্ম করলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে: নাহিদ ইসলাম চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরুতে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা কুড়িগ্রামে এবি পার্টির গণসংযোগ ও লিফলেট বিতরণ কাল এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির দুমকিতে অপারেশন ডেভিল গ্রেফতার ২ দক্ষিণ চরটেকী ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে প্রাণ গেল যুবকের সাতছড়ি সড়কের সুরমা চা বাগানে গাছ ফেলে ডাকাতি নিকলীতে জুলাই পুর্নজাগরণে জুলাইয়ের মায়েরা শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জাজিরায় পলাতক আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭ কুড়িগ্রামে জুলাই গণ-অভ্যুত্থান স্মরনে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের পথে বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ কুড়িগ্রাম শাখা নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে তদন্তে ইউজিসির কমিটি শিবগঞ্জের মাঝিহট্টে জামায়াতের গণসংযোগ ও আর্থিক সহযোগিতা কিশোরগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জাবি রোভার স্কাউট গ্রুপের দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক সভা অনুষ্ঠিত জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে পুলিং এজেন্ট ট্রেইনার কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলো স্বামী আবাবিল যুব সংগঠন এর “অন্ত: উপজেলা জুলাই স্মৃতিচারণ রচনা প্রতিযোগিতা শুরু” দ্বিতীয় শ্রেনীর শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক’কে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থলুট

দক্ষিণ চরটেকী ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে প্রাণ গেল যুবকের

 

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী ব্রহ্মপুত্র নদে ‘মিনি কক্সবাজার খ্যাত’ বেড়িবাঁধে বেড়াতে গিয়ে আবারো প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে রিফাত (২০) নামে এক যুবক নদের পানিতে ডুবে মারা গেছেন।

শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হন রাজিব নামে অপর এক যুবক। তিনি বর্তমানে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত রিফাত উপজেলার জাঙালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের ফারুক মিয়ার ছেলে। আহত রাজিব একই উপজেলার তারাকান্দি মানুল্লারচর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই।

জানা গেছে, রিফাত তার দুলা ভাই ব্যাংক কর্মকর্তা রাজিবের সঙ্গে শনিবার বিকেলে দক্ষিণ চরটেকী বেড়িবাঁধে ঘুরতে যান। সেখানে ঘুরাঘুরির এক পর্যায়ে রিফাত পানিতে নামলে স্রোতে তলিয়ে যান। এ সময় রাজিব তাকে উদ্ধার করতে গেলে তিনিও পানিতে ডুবে যান। স্থানীয় লোকজন রাজিবকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকেন রিফাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে রিফাতকে উদ্ধার করেন।

পাকুন্দিয়ার ইউএনও মো. বিল্লাল হোসেন জানান, প্রশাসনের নির্দেশনা অমান্য করে কতিপয় অসাধু লোক দক্ষিণ চরটেকী বেড়িবাঁধে ব্যবসা শুরু করেছে এবং অসচেতন লোকজন ভ্রমণের উদ্দেশ্যে যাতায়াত করছে। ফলে আবারো দুর্ঘটনা ঘটছে। মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে এগুলো বন্ধ হবে না। আমরা আবারো বলছি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্পটে সব কিছু বন্ধ থাকবে।

উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদের পাড় রক্ষায় বছর খানেক আগে উপজেলার দক্ষিণ চরটেকী এলাকায় একটি দৃষ্টিনন্দন বেড়িবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। প্রতিদিন ব্রহ্মপুত্র নদ ও বেড়িবাঁধের সৌন্দর্য্য উপভোগ করতে সেখানে ভিড় জমান শত শত উৎসুক নারী-পুরুষ। দিনদিন এর পরিচিতি বাড়ছে। এর ফলে জায়গাটি ‘মিনি কক্সবাজারের’ তকমা পেয়েছে।

সম্প্রতি এখানে বেড়াতে এসে নৌকাডুবে একই পরিবারের দুই মেয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এরপরই ওই স্পটে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩