শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
জিলানী আখনজী, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়িজাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত।
শুক্রবার (১ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে মাধবপুর থানার সুরমা চা বাগান অংশে এ ঘটনা ঘটে।
প্রথমে চুনারুঘাট থেকে মাধবপুরমুখী দুটি ট্রাকের চালকদের পথরোধ করে বাটন ফোন ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর আরও কয়েকটি যানবাহন সেখানে আটকা পড়ে।
পরিস্থিতি আঁচ করতে পেরে আরোহীরা চিৎকার শুরু করলে চুনারুঘাট থানা, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া পুলিফাঁড়ি থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়। ঘটনাস্থলের পাশেই তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি রয়েছে। তাদের টহল নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে?
তেলিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর খাইরুল বাশার যোগদানের পর তার এলাকায় এটাই প্রথম ডাকাতির ঘটনা।বারবার একই স্থানে ডাকাতি রহস্যজনক বলে মনে করছেন সাধারণ মানুষ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যা এবং চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তারা আরও জানান, ঘটনাস্থল মাধবপুর থানার আওতায় হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা তারাই নেবেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩