শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ নিকলীতে জুলাই পুর্নজাগরণে জুলাইয়ের মায়েরা শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিকলী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৩৩ জুলাই (২রা আগষ্ট) ২০২৫ইং শনিবার সকাল এগারো ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে ইউ ডি এফ দূর্গা রানী সাহার সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, নিকলী থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা তথ্য সেবা অফিসার তাসলিমা ফেরদৌসী মনি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার লুৎফুননাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি মোঃ সাইফুল আলম, মোঃ ইয়াকুব আলী মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিকলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা মোঃ মোজাম্মেল হক, দৈনিক আমার দেশ প্রতিনিধি হিমেল আহমেদ এবং জুলাই পুর্নজাগরণে নিকলী উপজেলার জুলাইয়ের মায়েরা বিভিন্ন ছাত্র ছাত্রীগণ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জুলাই পুর্নজাগরণে জুলাইয়ের মায়েরা শীর্ষক কর্মসূচির অনুষ্ঠানের শেষে জুলাইয়ের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩