শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“শিক্ষকের মর্যাদার জয় হোক, শিক্ষকের দাবী আদায় হোক” স্লোগানকে ধারণ করে ৩০ আগস্ট’ ২০২৫ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ’র মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুর-রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে বগুড়ার পথে যাত্রা করেছে কুড়িগ্রাম জেলা শাখার ৪০ সদস্যের একটি দল।
আজ শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে বগুড়া জেলা স্কুল মাঠে রংপুর-রাজশাহী বিভাগীয় এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিন সকালে আহব্বায়ক হোসাইন আহমেদ হিজল ও সদস্য সচিব ইমারুল হক টুটুল’ এর নেতৃত্বে কুড়িগ্রাম জেলা শাখার ৪০ সদস্যের একটি প্রতিনিধি দল বগুড়ার উদ্দেশ্য রওয়ানা দেয়।
উল্লেখ্য, সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদানের দাবিতে বগুড়ায় অনুষ্ঠিত হবে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের রংপুর-রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩