আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে গণসংযোগ ও অসুস্থ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা করেছেন জামায়াত। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ইউনিয়নের খেউনী, দামগাড়া, কালিতলা ও মাঝিহট্টসহ বিভিন্ন গ্রামে হিন্দু ও মুসলিম অসুস্থ ব্যক্তিদেরকে এই সহযোগিতা করেন বগুড়া-২ শিবগঞ্জ সংসদীয় আসনের সাবেক এমপি ও বর্তমান প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
এছাড়াও মাঝিহট্ট কালিতলা বাজারে এক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, মাঝিহট্ট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম, সেক্রেটারি ইমরান হোসেন দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দরা সাথে ছিলেন।
এর আগে সকাল ৯টায় খেউনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিকে বাদ জুমা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনা করে মাঝিহট্ট কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মুনাজাত করেন দলটির নেতাকর্মীরা। পরে বাদ আছর থেকে মাগরিব পর্যন্ত দোয়া, সহযোগিতা ও সমর্থন চেয়ে কালিতলা বাজারে গণসংযোগ করেন জামায়াতের নেতাকর্মীরা।