আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের ২০২৫-২০২৬ সেশনের নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বার্ষিক সাধারণ সভা ও রোভারের নতুন সদস্যদের বরণ করা হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সিনিয়র রোভারমেট জাহিদুল ইসলাম বাপ্পী ও মো. তানভীর রহমানের সঞ্চালনায় বিদায়ী কমিটি, সিনিয়র সাবেক রোভারমেটরা তাদের অনুভূতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
রোভার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা বিষয়ে প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম বলেন, "জাবি স্কাউট যেন সর্বক্ষেত্রে উজ্জ্বলভাবে প্রতিনিধিত্ব করে, এই আশা করি। স্কাউট আমাদের মানবিক হতে সাহায্য করে। স্কাউটের যে মূলনীতি, সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করলে আমরা সত্যিকারের মানুষ হতে পারব। এছাড়াও স্কাউটের মাধ্যমে একজন শিক্ষার্থী প্রকৃতভাবে লিডারশিপের দক্ষতা অর্জন করতে পারে।"
রোভারদের প্রয়োজনীয় বিষয় নিয়ে সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, "রোভার স্কাউটের যে সমস্যা রয়েছে তা অতি শীঘ্রই সমাধান করব। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষ্ঠানে সফলভাবে কাজ করে রোভার সদস্যরা। এছাড়া শৃঙ্খলা ব্যক্তি জীবনে অপরিসীম। রোভার স্কাউটের সদস্যদের এসব বৈশিষ্ট্য থাকে এবং তারা অপরকেও শৃঙ্খলভাবে চলতে সহায়তা করে। শৃঙ্খলা শুধু স্কাউট নয়, সকল মানুষেরই অনুসরণ করা দরকার। যদি একটা মানুষকে দেখে আরেকটা মানুষ শিখতে পারে, সেটাও একটি ইবাদতের কাজ। সেই কাজটি স্কাউটের সদস্যরা করে।"