শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
চৌদ্দগ্রাম পৌরসভা কালিবাজার দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষক ও ছাত্রদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
বৃহষ্পতিবার (৩১ জুলাই) দুপুরে মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুম মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা একেএম মীর হোসেন। সমাজসেবা কর্মকর্তা সাহিদুর রহমান, সহকারী সমাজ সেবা কর্মকর্তা আবদুল মন্নান, মাদ্রাসা মাওঃ মু. নোমান, আবুল কালাম আজাদ, মুফতি সাইয়্যেদ আবদুল আউয়াল প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, দেশকে ভালবাসতে হবে, দেশের জন্য, দেশের জনগনের জন্য কাজ করতে হবে তাহলে দেশ এগিয়ে যাবে। আপনার প্রতিবেশি কষ্টে আছে তাকে মানবিক দিক থেকে সহযোগিতা করতে হবে। তাহলে দেশে সুনাগরিক তৈরী হবে। যার কথা এবং কাজের মিল নাই আল্লাহ তাকে পছন্দ করেন না।
মাদ্রাসা পরিদর্শন শেষে স্বাধীনতা যুদ্ধ, জুলাই গনহত্যা ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের স্মরণে মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩