মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ বিকালে পাঁচবিবি উপজেলা জামায়াতের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মাসিক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বালিঘাটা ইউনিয়নের সকল কেন্দ্র প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও উজ্জীবিত করার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বালিঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা নূর বক্স মন্ডল।
নিয়মিত মাসিক এই নির্বাচনী বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও বালিঘাটা ইউনিয়নের তত্ত্বাবধায়ক মোঃ আবু সুফিয়ান (মুক্তার)।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বালিঘাটা ইউনিয়নের প্রতিটা ভোট কেন্দ্রে সকল বিভাগের নির্বাচনী কমিটি সহ আর্দশিক ভোটার তৈরীর জন্য সকল দায়িত্বশীলদের আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান। তিনি সকল দায়িত্বশীলদের কে নিজ নিজ অবস্থান থেকে ব্যাপক সামাজিক কাজ করারও আহবান জানান।