বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিষাক্ত সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের কাপালী পাড়া এলাকায় দূর্ঘটনা ঘটে।
এতে বিষধর ডারাইশ সাপের কামড়ে বয়েজ উদ্দিন নামের সাপুড়ের মৃত্যু হয়। নিহত বয়েজ উদ্দিন সাপুড়ের বাড়ি একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়া গ্রামে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে কাপালী পাড়া এলাকার ইমরান আলীর বাড়িতে একটি বিষাক্ত সাপ দেখতে পায় পরিবারের লোকজন। পরে সাপটি ধরতে স্থানীয় সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেয়া হয়। খবর পেয়ে সাপুড়ে ওই বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় বিষধর সাপটি ধরে। বেশ কিছুক্ষণ লেজ ধরে সাপটিকে ঝুলিয়ে রাখার পর বস্তায় ভরানোর সময় হাতে কামড় দেয় তার। এর কিছুক্ষণ পর শরীরে বিষোক্রিয়া শুরু হলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম সাপ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে একজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩