মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
‘নিজ নিজ পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’ এই শ্লোগান নিয়ে সোমবার সকালে আমতলীতে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণে ব্র্যাক দিনব্যাপী এক ক্লিনিং ক্যাম্পেইন পরিচালনা করেন।
ক্যাম্পেইনে সহযোগিতা করেন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচী স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়। ক্যাম্পেইন চলাকালে তারা পৌরশহরের অলিগলি এবং পৌরসভা কার্যালয়, হাসপাতাল, উপজেলা পরিষদের অভ্যন্তরে, গুরুত্বপূর্ন সড়ক ও জনবহুল স্থানে ময়লা আবর্জনা, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, পুরাতন টায়ার পরিস্কার করে মানুষকে উদ্ধুদ্ধ করেন।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, আমতলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডা. মিনহাজ উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক লাভলী ইয়াসমিন ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাবেরা পারভীন, ব্র্যাক এড়িয়া ম্যানেজার দাবী মো. সাইফুল ইসলাম, এড়িয়া ম্যানেজার প্রগতি মো. আশ্রাফুল আলম প্রমুখ। সার্বিক ভাবে এ ক্লিনিং ক্যাম্পেইন পরিচালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর প্রোগ্রাম অফিসার অনাদী মন্ডল।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩