মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
এম এস জিলানী আখনজী, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার মিরাশী ইউনিয়নের কাসটিলা গ্রামে। নিহত আলাউদ্দিন ওই এলাকার হুরুন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই বিকেল ৫ টার দিকে জমি সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আলাউদ্দিন গুরুতর আহত হন।
তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, তিনি চিকিৎসারত অবস্থায় সোমবার (২৮ জুলাই) দুপুরে মৃত্যুবরণ করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩