মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
গত ২৪ ঘণ্টা ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উচ্চতায় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে।
সৈকতের বালিয়াড়ি প্রায় পুরোটাই তলিয়ে গেছে জোয়ারের পানিতে।
ঢেউগুলো এতটাই শক্তিশালী যে, বারে বারে সৈকতের কাছাকাছি দোকানপাট ও স্থাপনাগুলোর দিকে ধেয়ে আসছে। অনেক দোকানেই জল ঢুকে পড়েছে এবং ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। সৈকতে পর্যটকদের আনাগোনা একেবারেই নেই, কারণ স্থানীয় প্রশাসন মাইকিং করে পর্যটকদের সৈকত থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে।
স্থানীয়দের মধ্যে এক ধরণের ভীতি কাজ করছে। বিশেষ করে যারা সৈককত সংগগ্ন এলাকায় বসবাস করেন, তারা বেশি চিন্তিত। ইতিমধ্যেই কয়েকটি স্থানে বাঁধের দুর্বল অংশগুলোতে ভাঙন দেখা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ছোট ছোট মাছ ধরার নৌকাগুলো নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, এবং জেলেরা সাগরে যেতে পারছেন না। আবহাওয়া অফিস থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে, যা পরিস্থিতি কতটা নাজুক, তা নির্দেশ করে।
প্রশাসন থেকে জানানো হয়েছে, তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যেকোনো জরুরি অবস্থার জন্য প্রস্তুত রয়েছেন। আশ্রয়কেন্দ্রগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে।
কুয়াকাটার পরিস্থিতি এখনও বেশ সংকটজনক। প্রশাসন বলেন আশা করি দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হবে।