মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:
‘‘আমার চোখে জুলাই বিপ্লব, তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের ব্ষপূর্তি পালন উপলক্ষে শহীদদের স্মরণে কুড়িগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে শহর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ , কুড়িগ্রাম জেলা জামায়েত আমীর মো. নিজাম উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩