আরিফুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ
আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে "স্বাবলম্বী প্রজেক্ট-১৪৪"-এর আওতায় বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের নাহার বেওয়াকে ছাগল, হাঁস ও মুরগি বিতরণ করা হয়েছে।
গত সোমবার (২৮ জুলাই) আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া জেলা প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান শামীম এর প্রচেষ্টায় এবং আবাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি সামছুল আলম খান মুরাদ ও উত্তরাঞ্চল প্রতিনিধি আকন্দ হাসান মাহমুদের নির্দেশনায় বগুড়া জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামীম এ প্রকল্প বাস্তবায়ন করেন।
বিতরণকালে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী মহসিন আলী, তৌফিক, সোহাগ, শহীদুল মাস্টার ও নূর আলম।
আবাম ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে সেবামূলক কাজের মাধ্যমে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।