রাজশাহীর দূর্গাপুর উপজেলার কাশিমপুর গ্রামের ‘মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষা প্রতিযোগীতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ জুলাই ) বিকেল ৩টায় কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মানবিক কল্যাণ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাকিবুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন,৬নং মাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন দূর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল। তিনি বলেনঃআমি প্রথমেই ধন্যবাদ জানাই প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলামকে তিনি যে মহান উদ্যোগ হাতে নিয়েছে আসলেই তা প্রশংসনীয়। এ ধরনের কুরআন শিক্ষা কার্যক্রম প্রতিযোগিতায় হলে এলাকায় কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক ভাবে উৎসাহ সৃষ্টি হবে। তিনি এলাকাবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ জানান অবশ্যই প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর যে কুরআন শিক্ষা কার্যক্রম চালু রয়েছে তাতে প্রতিটি বাচ্চাকে পাঠিয়ে কুরআন শিক্ষার মধ্যমে সত্যিকারের একটি ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে।
এসময় আরো বক্তব্য রাখেন উক্ত কুরআন শিক্ষা কার্যক্রমের উদ্যোক্তা প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলামঃআমি দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে অসহায় মানুষকে নিয়ে কাজ করার জন্য মানবতার কল্যাণে প্রবাসী মানবিক ফাউন্ডেশন চালু করি ২০২১ সালে আজ পর্যন্ত আপনাদের দোয়ায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে যুক্ত রয়েছি। আমি চাই আপনাদের সহযোগীতায় প্রবাসী মানবিক ফাউন্ডেশন যে মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষার কার্যক্রম হাতে নিয়েছে এর থেকে প্রতিটি শিশুই একজন মানবিক মানুষ হিসাবে গড়ে উঠবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনঃকাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম কলেজের প্রভাষক মোঃ সেলিম রেজা,৬নং মাড়িয়া ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল গাফফার মন্টু, ৬নং মাড়িয়া ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, ও ৬নং মাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম সহ প্রমূখে।
অনুষ্ঠানের অতিথিদের বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।