মোঃ ইমরান শেখ,ফরিদপুর প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের ফরিদপুর জেলা শাখার অধীনে নগরকান্দা ও সালথা উপজেলা এবং পৌর কমিটি গঠনের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার গুলশানের লেকশোর হোটেলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
মত বিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অজয় কুমার করের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জয়দেব জয়।
এ সময় ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং নগরকান্দা পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এদিকে উক্ত সভা অনুষ্ঠিত হওয়ার পরেই ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং নগরকান্দা পৌর পূজা উদযাপন ফন্টের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর জেলা পূজা উদযাপন ফন্টের আহবায়ক অজয় কুমার কর।