নাজমুল হাসান, মুরাদনগর প্রতিনিধিঃ
মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস-চাপায় গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত এবং আরও অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে মুরাদনগর ইলিয়টগঞ্জ এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাস মুরাদনগর গোমতী ব্রিজ পার হয়ে থানারোডের পাকা রাস্তা দিয়ে যাওয়ার পথে ডি.আর. স্কুল মাঠের পাশে ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের উপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায়। সেই বাস-চাপায় ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়।
নিহত গিয়াস উদ্দিন উপজেলার দুলারামপুর গ্রামের বাসিন্দা ও মৃত শহীদ মিয়ার পুত্র। তার তিনটি সন্তান রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি, দুর্ঘটনাকবলিত বাসটির চালক ছিল অপ্রাপ্তবয়স্ক, যার বয়স আনুমানিক ১৫-১৬ বছর। তারা জানান, চালকের অভিজ্ঞতা ও বয়সজনিত অযোগ্যতাই এই দুর্ঘটনার মূল কারণ। অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে বাণিজ্যিক গাড়ি পরিচালনার ঘটনায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাস এবং চালককে পুলিশি হেফাজতে আনা হয়েছে।
এমন মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে, যাতে অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের বেপরোয়া আচরণে আর কোনো প্রাণ ঝরে না যায়।