কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে নারী-শিশুসহ চার জন প্রতিবন্ধী মানুষের মধ্যে বিনামূল্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে জেলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহঃ হুমায়ুন কবির, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদর উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।