মাহমুদুন্নবী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ জেলার ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ আকাশমনি কাঠ পাচারের সময় ট্রাক্টরসহ পাঁচ চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) একটি বিশেষ টহল দল।
শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত ভোর সাড়ে ৪টার দিকে ধামইরহাট উপজেলার শিমুলতলী ব্রিজের নিকট গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত পিলার ২৬০-মেইন পিলার হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলী এলাকায় ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও একটি সোনালিকা ট্রাক্টরসহ পাঁচজন চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চকহরিপুর গ্রামের শ্রী ধিরেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে শ্রী অমল চন্দ্র বর্মণ, শ্রী রঘুনাথ বর্মণের ছেলে শ্রী লিটন বর্মণ, শ্রী নৃপেন চন্দ্র বর্মণের ছেলে শ্রী নরেশ বর্মণ , সেলিমপুর গ্রামের মৃত নূরউদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম এবং উদয়শ্রী গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. হামিদুল ইসলাম ।
অভিযানে নেতৃত্ব দেওয়া বিজিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, পাচারকারীরা দীর্ঘদিন ধরে কাঠসহ বিভিন্ন পণ্য সীমান্ত পথে ভারতে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি'র বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে কাঠ বোঝাই ট্রাক্টরসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক ধামইরহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত কাঠ ধামইরহাট বনবিভাগে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু, মাদক, কাঠসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে ১৪ বিজিবি নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। তিনি আরও জানান, সীমান্তে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং এই অভিযান আরও জোরদার করা হবে।