মোঃ ইমরান শেখ, ফরিদপুর প্রতিনিধি:
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সংগঠিত বিমান দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী সহ সকলের প্রাণহানিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচি পালন করা সংগঠনটি।
আজ শনিবার বেলা বারোটার দিকে মহিলা পরিষদের কার্যালয়ে একটি রেলি শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হলে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রয়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদিকা হোসনে আরা খানম, সাংগঠনিক সম্পাদক ডিউবি শিকদার, সদস্য সুফিয়া ইয়াসমিন লিপি, এ সময় উপস্থিত ছিলেন আন্দোলন সম্পাদক আনোয়ারা বেগম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিগমা আলিম ছন্দা , সদস্য সবিতা রানী বিশ্বাস, ঝর্না কুন্ডু, আসমা বেগম, বাররা জাহান দ্রুতি, প্রোগ্রাম এক্সিকিউটিভ প্রসেনজিৎ বিশ্বাস প্রমুখ।
সভায় বক্তারা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনার নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহত ও শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবি করেন।
বক্তারা বলেন ঢাকা শহরে কয়েক কোটি লোক বসবাস করে । সাধারণত বিমান প্রশিক্ষণের জন্য সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় তা করা হয়ে থাকে । তারা প্রশ্ন করেন প্রশিক্ষণের জন্য ঘনবসতিপূর্ণ এলাকায় কেন বিমান ব্যবহার করা হল ?
বক্তারা বিমান দুর্ঘটনার ব্যাপারে তদন্ত করে নিহত শিক্ষক শিক্ষার্থী পরিবারে ক্ষতি পূরণ এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের নিকট দাবি জানান।