কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ৯টি উপজেলায় গবাদি পশু ও হাঁস-মুরগিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিনেশন এবং বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকায় দুই শতাধিক খামারীর মাঝে গবাদি পশুর জন্য টিকা ও বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ করেছেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কামরুল ইসলাম সহ দপ্তরের অনান্যরা।
কুড়িগ্রাম জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, জেলা জুড়ে ভ্যাকসিনেশন এবং বিনামূল্যে এ কর্মসূচি চলমান রয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে গবাদি পশু ও হাঁস-মুরগিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করার জন্য টিকা দেওয়া হচ্ছে এবং কৃমি সংক্রমণ থেকে মুক্তি পেতে কৃমিনাশক ঔষধ বিতরণ করা হচ্ছে।