শুক্রবার, ২৫ Jul ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) কুড়িগ্রাম জেলা শাখা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১০টার কুড়িগ্রাম শহরের সবুজ পাড়ার জেলা কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।
সভার শুরুতে সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল এবি পার্টির কুড়িগ্রাম জেলা কমিটির সদস্যদের মাসিক আর্থিক অনুদানের মাধ্যমে শক্তিশালী ভীত তৈরীর জন্য সকলকে আহবান জানান। এবং মোঃ আলমগীর হোসেনকে আহবায়ক ও নুরজামালকে সদস্য সচিব মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা ঘোষণা দেন।
সাধারণ সভায় ছিলেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক পনির উদ্দিন সহ যুগ্ম সদস্য সচিব মোঃ একরাম আলী, মোঃ আলমগীর হোসেন, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩