বৃহস্পতিবার, ২৪ Jul ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২২ জুলাই বাদ মমাগরীব পাঁচবিবি উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে পাঁচবিবি উপজেলা জামায়াদের আমীর ডাঃ মোঃ সুজাউ করিম এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল।
তিনি তাঁর বক্তব্যে বলেন,এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা যেসব ছাত্র-ছাত্রী এ ভাই-বোনকে হারিয়েছি, তাদের জন্য দোয়া ও সমবেদনা প্রকাশ করাই কেবল নয়—এই দুর্ঘটনার দায়ভার থেকে জাতিকে মুক্ত করার জন্য একটি দায়বদ্ধ নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা,শফিকুল ইসলাম মাষ্টার,সহকারী সেক্রেটারি আবু রায়হান,উপজেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদের সদস্য মাওলানা আবুল বাশার সহ আরও অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে নিহতদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য, এবং পরিবার-পরিজনের ধৈর্য ও সান্তনার জন্য বিশেষ মুনাজাত করা হয়।
মুনাজাত পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা জামায়াদের আমীর বিশিষ্ট আলেম ডাঃ মোঃ সুজাউ করিম।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩