বুধবার, ২৩ Jul ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ-এ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, জয়পুরহাট শহর শাখার উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও শহর সেক্রেটারী মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় উক্ত বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাইদুর রহমান,মাওলানা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,মুসলমানের জীবনে সুখ-দুঃখ, বিপদ-আপদ সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এসব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা ঈমানের অপরিহার্য অংশ। ধৈর্যশীলদের জন্য কুরআনে জান্নাতের সুসংবাদ রয়েছে। তাই আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা, ইস্তেগফার ও কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার করার আহবান জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩