মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, আপত্তিকর স্লোগান, ধারাবাহিক অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার কটিয়াদী বাসষ্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় মিছিল। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি রুহুল আমিন আকিল,জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক বাবু জীবন চন্দ্র দাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা.জহর লাল রায়, সহ সভাপতি শরাফত লস্কর পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান,সহ সাঃ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ মাহফুজুর রহমান মিঠুন, সহ সাঃ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, উপজেলা যুব দলের আহবাযক মাহবুবুল আলম মাসুদ,সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু,উপজেলা ছাত্র দলের আহবাযক তসরিফুল হাসিব, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল,লোহাজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েল, সাঃ সম্পাদক মোবারক হোসেন,মসুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাপ মিয়া,সাঃ সম্পাদক আব্দুল কুদ্দুছ রতন, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ হান্নান, সাধারন সম্পাদক মো. জয়নাল আবেদীন, বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল আমিন মাসুদ, সাধারন সম্পাদক মঞ্জুরুল হক পিন্টু, সহশ্রামধূলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুখলেছুর রহমান বাবলু, সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন ভূঞা, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাদিউল ইসলাম, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, চান্দপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইমাম হোসেন দুলাল মেম্বার, করগাঁও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. জাকির হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আজাদ রহমান মিশর, জালালপুর ইউনিয়ন যুদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজ, পৌর ছাত্রদলের আহবায়ক মো. দিদারুল ইসলাম, সদস্য সচিব নুরুল ইসলাম নাদিম, কটিয়াদী সরকারী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাফিউল ইসলাম ভূঞা শুভসহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘বিএনপি একটি স্বচ্ছ রাজনীতির দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দল দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। ভোটের মাঠেও বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আর সেই কারণেই আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বক্তব্যে আরও বলেন, ‘ভবিষ্যতে এসব অপপ্রচারের বিরুদ্ধে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।