শনিবার, ১৯ Jul ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ক্যান্সারে আক্রান্ত লাকীর জীবন বাঁচাতে ময়মনসিংহে চিত্রপ্রদর্শনী ও বিক্রয় আয়োজন তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার নতুন কমিটি গঠিত চৌদ্দগ্রামে প্রশাসনের অভিযানে বন্ধ বাল্য বিবাহ, জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই হলে শিক্ষার্থীদের নানা দুর্ভোগ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল গ্রেফতার আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হুইল চেয়ার উপহার চৌদ্দগ্রামের দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসায় ৮০০ শিক্ষার্থীর ৪৩ জন শিক্ষক, রয়েছে শতভাগ উত্তীর্ণের কৃতিত্ব পাকুন্দিয়ায় পতিত জমিতে তিল চাষে সাফল্য জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও নেই মাভাবিপ্রবি দেখে হতাশ-ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কারফিউ জারি কটিয়াদীতে জাতীয় ফল মেলার উদ্বোধন ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি

চৌদ্দগ্রামে প্রশাসনের অভিযানে বন্ধ বাল্য বিবাহ, জরিমানা

 

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের অভিযানে বাল্য বিবাহ বন্ধ, কিশোরীর পরিবারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার পরিচালিত অভিযানে ভবিষ্যতে বাল্যবিবাহ সংশ্লিষ্ট হবে না মর্মে কিশোরী ও তার মায়ের কাছ থেকে মুচলেখা নেয়া হয়।

তথ্যটি (১৮ জুলাই )শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

ঘটনাটি ঘটেছে উপজেলা মুস্নিরহাট ইউনিয়ন বৈলপুর গ্রামে।

জানা গেছে, শুক্রবার (১৮জুলাই) বিকেলে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামে আমিনুল হক এর অপ্রাপ্ত বয়ষ্ক কন্যা সানজিদা আক্তারের (১৫) বিয়ের আয়োজন করা হয়েছে খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সানজিদার মা আয়েশা বেগম কন্যার বয়স ১৮ বছর দাবী করেন। বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদ/এন আইডি/শিক্ষাগত সনদ দেখাতে বললে মেয়ের বিয়ে নোটারী পাবলিক (কোর্ট ম্যারেজ) এর মাধ্যমে সম্পন্ন হয়েছে বলেন। প্রমাণ হিসেবে নোটারী পাবলিক ডকুমেন্ট দেখান, যেখানে সানজিদা আক্তারের জন্ম তারিখ ৩১/০৫/ ২০০৬ ইং হিসেবে দেখানো হয় এবং জন্মসনদ এখনো করা হয়নি বলে জানান। কিন্তু কনেকে দেখে ম্যাজিস্ট্রেটের বয়স নিয়ে সন্দেহ হওয়ায় সুকৌশলে জন্ম নিবন্ধন সনদ উদঘাটন করেন, যেখানে পর্যালোচনায় দেখা যায় তার জন্ম তারিখ ৩১/০৫/২০১০ ইং।

আইন অমান্য এবং নোটারী পাবলিকের মাধ্যমে বয়স গোপন করে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বাল্যবিবাহ দেয়ার অপরাধে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ এর বিধান মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা, তৎক্ষণাৎ অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং বাল্যবিবাহ বন্ধ করা হয়৷

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানান আক্তার ও চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টীম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩