আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে অসহায় এক প্রতিবন্ধী ব্যাক্তিকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়।
প্রতিবন্ধী ব্যাক্তি হলেন শিবগঞ্জ উপজেলা মোকামতলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের ঠান্ডা মিয়া।
আজ (১৭ জুলাই) বৃহস্পতিবার সকালে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের খামারপাড়ায় প্রতিবন্ধী ব্যাক্তি ঠান্ডা মিয়াকে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া জেলা প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান শামীম এর প্রচেষ্টায় আবাম ফাউন্ডেশন সহযোগিতায় উক্ত হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
এইসময় উপস্থিত ছিলেন,আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া জেলা প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান শামীম,স্বেচ্ছাসেবী হাসানুজ্জামান মাসুদ, রায়হান আলী , ইমাম হাফেজ মাওলানা জাকিরুল হাসান, সাংবাদিক আরিফুল ইসলাম সহ আরো অনেকেই।
এই সময় আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া জেলা প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান শামীম বলেন, “আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষ সম্মান ও সহানুভূতির দাবিদার। বিশেষ করে যারা শারীরিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধী—তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একজন প্রতিবন্ধী মানুষের চলাচলের সীমাবদ্ধতা দূর করতে আজকের এই হুইল চেয়ার প্রদান করতে পেরে আমরা গর্বিত। আবাম ফাউন্ডেশন সবসময়ই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই স্থানীয় স্বেচ্ছাসেবীদের, যাঁরা সবসময় আমাদের এই মানবিক উদ্যোগগুলো বাস্তবায়নে সহায়তা করে যাচ্ছেন। সমাজে এই ধরণের কার্যক্রম আরও ছড়িয়ে পড়ুক এই কামনা করি।”
হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধী ব্যাক্তি এবং এমন সেবামূলক কার্যক্রমকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে।