বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি রযালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে আজ বুধবার দুপুর ২টায় উপজেলা সম্মেলন কক্ষে র্যালি ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.শফিকুল ইসলাম ভূইয়া,কটিয়াদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা জামায়েত ইসলামের সাঃ সম্পাদক মাহমুদুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী,উপজেলা যুবদলের আহবাযক মাহবুব আলম মাসুদ,উপজেলা ছাত্রদলের আহবাযক তাফসিরুল হাসিব,উপজেলা এনসিপির সমন্বয়ক এনামুল হক শিমুল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা রোমান আহমেদসহ আরো অনেকে।
এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,গণমাধ্যমকর্মী,সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,শহীদদের আত্মত্যাগের মহিমা ও স্বাধীনতা আন্দোলনে তাঁদের অনন্য অবদানের কথা স্মরণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন,জুলাই শহীদ দিবস’ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায় যা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩