মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ব্রাইট ইংলিশ টিচিং হোম-এ গাছ বিতরণ করে বিদায় অনুষ্ঠান লংগদু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় দিবসের মঞ্চে জবি শিক্ষার্থী জুবায়েদের জানাজা সম্পন্ন নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানিঃ রুহুল কবীর রিজভী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক পেলেন গবেষণা প্রণোদনা ঠাকুরগাঁওয়ে প্রয়াত স্কাউটারদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠান জবি শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল মুন্সিগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণে নারী ও শিশু অধিকার ফোরাম কৃষকের স্বার্থে ৭ দফা দাবিতে এনসিপির স্মারকলিপি প্রদান জোবায়েদ হত্যার প্রতিবাদে বাউফলে ছাত্রদলের বিক্ষোভ মাভাবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজন “Public Speaking Pros 3.0” গাছ চেনানো, কুইজ ও শপথ পাঠে মুখর বরিশালের আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয় মোংলা সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সিসিটিভির ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫ খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২১ শিক্ষার্থীকে রিসার্চ স্কলারশিপ প্রদান

দুমকিতে অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী

 

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রা হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সভাপতি হাওলাদার ফিরোজ্জামানের বিরুদ্ধে। জীর্ণশীর্ণ অবকাঠামো থাকলেও নেই শিক্ষক শিক্ষার্থী। চলছেনা পাঠদান কার্যক্রম।

এছাড়াও অভিযোগ রয়েছে অন্যের জমি দখলে নেয়ার জন্যই স্কুলের নাম ব্যবহার করা হয়েছে এবং শিক্ষক হিসেবে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের নাম রাখা হয়েছে। সরেজমিনে গতকাল দেখা যায়, ২০০৬ সালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবয়রা গ্রামে নিজ বাবা মায়ের (হনুফা নুরআলী) নামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে উপজেলা যুবলীগের সভাপতি হাওলাদার ফিরোজ্জামানের পরিবারের সদস্যরা।

বিগত কয়েক বছর যাবৎ বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের উল্লেখযোগ্য উন্নতি না থাকায় এবং শিক্ষক শিক্ষার্থীর অভাবে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বলে জানান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মো. লতিফ মৃধা এবং হারুন মৃধা বলেন, আনুমানিক ৫ বছর যাবৎ বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী মৃত্যু সোবহান হাওলাদারের ছেলে মুসা হাওলাদার বলেন, আমাদের জমি স্কুলের নামে জোরপূর্বক দখল করে রেখেছে যুবলীগ সভাপতি হাওলাদার ফিরোজ উজ্জামানের পরিবার।

এ বিষয়ে যুবলীগ সভাপতি হাওলাদার ফিরোজ্জামানের ব্যক্তিগত মোবাইলে কল করলে বন্ধ পাওয়া গেছে।

অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. কামরুজ্জামান বলেন, আমরা আমাদের ক্রয়কৃত জমিতে প্রতিষ্ঠান স্থাপন করেছি। অভিযোগকারীদের ভয়ভীতির কারণে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বর্তমানে বন্ধ আছে।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য ও এ জমি সংক্রান্ত বিরোধের মনোনীত শালিস মো. রফিকুল ইসলাম বলেন, এখানে ৩৩ শতাংশ জমির ২০ শতাংশ ক্রয়সূত্রে মালিক বিদ্যালয়ের জমিদাতা আবুল বাশার পাবেন এবং বাকি ১৩ শতাংশ সোবহান হাওলাদার গং পাবেন। স্থানীয় ইউপি সদস্য মো. বাকের আলী বাবুল বলেন, প্রায় এক বছর যাবৎ এখানে শিক্ষা কার্যক্রম চলেনা।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ বলেন, এ বিষয়ে ২৯/৬/২৫ইং তারিখের একটি অভিযোগের ভিত্তিতে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩