সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার নতুন বাজারস্থ নিউ স্টার চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। দুমকি উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নেতা এম আমির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু মৃধা।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএমএসএফ দুমকি শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ সুমন মৃধা।এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ'র উপজেলা প্রতিনিধি মো: রাকিবুল হাসান সহ অনান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে সহ-সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আরিফুর রহমান মামুন ও মোঃ মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী অহিদুল ইসলাম, দৈনিক চেতনায় বাংলাদেশ দৈনিক চেতনায় বাংলাদেশ'র পটুয়াখালী জেলা প্রতিনিধিঃসাকিব হোসেন (পবিপ্রবিসাস) সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিএমএসএফ সদস্য মোঃ বাহাদুর হোসেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার এবং পেশাগত মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবির বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশের সাংবাদিক সমাজসহ সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সাংগঠনিক সম্পাদক মো: রাকিবুল হাসান বলেন, মফস্বলের সাংবাদিকতা মানেই সংগ্রাম। অনেক প্রতিকূলতা, ঝুঁকি, হুমকি উপেক্ষা করেই আমরা স্থানীয় পর্যায়ে সত্য তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। আর এই লড়াইয়ের একটি সংগঠিত রূপই হচ্ছে বিএমএসএফ।এই সংগঠন দীর্ঘ ১৩ বছর ধরে মফস্বলের সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতেও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বিএমএসএফ।