সাইফুর রহমান, শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে মাদ্রাসা বাজার এলাকায় খবির উদ্দিন মাস্টারের পুকুরের থেকে আজ ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার আনুমানিক বেলা ১২টার দিকে অজ্ঞাতনামা একটি লাশ (পুরুষ)উদ্ধার করেছে গোসাইরহাট থানা পুলিশ।
গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুল আলমের নেতৃত্বে পুলিশ সদস্য ও এলাকাবাসী মিলে লাশটি উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে গোসাইরহাট থানায় নিয়ে যাওয়া হয়।
সুরহাতাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তার নাম ঠিকানা এখনও জানা যায়নি। কোন ব্যক্তি সনাক্ত করতে পারলে গোসাইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আলম এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে । ঘটনার পর পরেই কুচাইপট্টি এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।