মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরের বাংলাদেশে জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের দায়ে ভারতীয় ২ টি ফিশং ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার (১৪ জুলাই) ভোর রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া থেকে এই ট্রলার ২ টি আটক করেন বানুজা খালিদ বিন ওয়ালিদ। পরে আটককৃত জেলেদের এবং ট্রলার ২টি মোংলা থানায় হস্তান্তর করেন বাংলাদেশ নৌবাহিনী।
এ সকল জেলেদের বাড়ি ভারতের কোলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এ তথ্য নিশ্চিত করেছেন মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।
মোংলা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা লঙ্ঘন আইন ও বেআইনিভাবে মাছ শিকিরের দায়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করা হবে। মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে আটককৃত জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।