মাহমুদ মান্না, সন্দ্বীপ প্রতিনিধিঃ
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সোমবার পালিত হয়েছে ৩৫তম বিশ্ব জনসংখ্যা দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আলী আজম, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক এবং মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরাইয়া বেগম। এছাড়া বক্তব্য রাখেন মুছাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইসমাইল, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন ।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও সমাজের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত পরিবার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সচেতনতা ও ক্ষমতায়নের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে কার্যকর উদ্যোগ নিতে হবে।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় কয়েকটি প্রতিষ্ঠান ও কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ: মুছাপুরশ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী: শাকিলা সুলতানা (মাইটভাংগা) শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: নওমী আকতার (বাউরিয়া) শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: মো. ইসমাইল (মুছাপুর) শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার: সমর কান্তি জয় (মুছাপুর)।অনুষ্ঠান শেষে অতিথিদের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।