সোমবার, ১৪ Jul ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে স্থানীয় সিএসওদের সাথে লিগ্যাল এইডের মতবিনিময় সন্দ্বীপে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ জেসিআই ঢাকা প্রেস্টিজ লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন “কাজী শাহ মুজাক্কের ইসমাম” শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ মালয়েশিয়ায় বহুমুখী রপ্তানি সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ পাঁচবিবিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি সেনাবাহিনীর হাতে আটক কুড়িগ্রামে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক সোলায়মান চৌধুরীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান সড়ক দুর্ঘটনায় নিহত অটোচালক অসহায় হয়ে পড়েছে তার তিনটি কন্যা সন্তান শিবগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫’ শুরু আলিপুর মৎস্য বন্দরে এক ট্রলারে ধরা পড়লো ৬৫ মণ ইলিশ রোটারিয়ান এম. নাজমুল হাসান পেলেন গুণীজন সম্মাননা ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

 

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল ।

সোমবার (১৪ই জুলাই) দুপুরে মানিকগঞ্জ শহরের খন্দকার দেলোয়ার হোসেন ‘ল’ কলেজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের ভাষা শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে খালপাড়ে রফিক চত্বরে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, “ছাত্রসমাজকে লক্ষ্য করে যে ষড়যন্ত্র চলছে, তা প্রতিহত করতেই আমরা রাজপথে নেমেছি। নিরীহ ছাত্রদের ব্যবহার করে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে, যা সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে।”

এ সময় তিনি জামায়াত-শিবিরকে ‘রাজাকার বাহিনী’ আখ্যা দিয়ে বলেন, “বাংলাদেশের মাটিতে গুপ্ত রাজনীতি চলবে না। জামায়াত-শিবিরকে বাংলা ছাড়তে হবে।”

তিনি আরও বলেন, “ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। আমরা সবসময় জনগণের অধিকার আদায়ে রাজপথে আছি এবং থাকব।”

মিছিলে অংশগ্রহণকারীরা গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক সৃষ্ট মবের অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বিনষ্ট ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ করেন এবং সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং অবিলম্বে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টিকারী গোপনচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মণ্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ সহস্রাধিক নেতাকর্মী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩