আরিফুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়াঃ
পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে বৃক্ষ রোপণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ শাখা ।
আজ (১৪ জুলাই) সোমবার দুপুরে শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ মাঠে এই বৃক্ষরোপণ করা হয়েছে।
এইসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি সানি ইসলাম, সেক্রেটারি হাবিবুল্লাহ হাবিব , আহমাদ মারুফ বিল্লাহ, লোকমান হোসেন সহ আরো অনেকেই
এইসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ শাখার সভাপতি সানি ইসলাম বলেন,পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি।