মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা, তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত ও সচেতন করতেই এই সভার আয়োজন করা হয়।
গতকাল মাগরিব নামাজের পর ফিচকাঘাট ইউনাইটেড কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নূরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা। তিনি বলেন, "জাতীয় নির্বাচনে শ্রমিক শ্রেণির ভূমিকা অপরিসীম। শ্রমিক সমাজ দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাই শ্রমিকদের অধিকার, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে। সংগঠনকে শক্তিশালী করে নির্বাচনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা ছামসুল আলম মাস্টার।
বিশেষ অতিথি আবু সুফিয়ান মুক্তার বলেন, "আসন্ন জাতীয় নির্বাচন শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি বড় সুযোগ। শ্রমিকরা শুধু ভোটার হিসেবেই নয়, বরং এলাকার নেতৃত্বে, পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে ভূমিকা রাখবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের পতাকাতলে থেকেই নির্বাচনী কার্যক্রমকে সফল করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন বালিঘাটা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মোঃ তুহিনুর ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা নির্বাচনী প্রক্রিয়ায় শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী ও কার্যকর করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।